ডেস্ক রিপোর্ট: চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতার অংশ হিসেবে বিভিন্ন পণ্য ও পরিষেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াচ্ছে গুগল। জেমিনি উন্মোচনের পর এবার থিম তৈরিতে গুগল ক্রোমে এআই ব্যবহারের নতুন ফিচার চালু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ব্যবহারকারীরাই থিম তৈরি করতে পারবে। খবর গিজমোচায়না।
নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ল্যান্ডস্কেপ, খাবার অথবা অন্য কিছুকে বিষয় হিসেবে নির্বাচন করতে পারবে। এরপর ব্যবহারকারীকে স্টাইল, মোড ও রঙ পরিবর্তন বা যুক্তের মাধ্যমে এটিকে আপডেট করতে হবে। ব্রাউজারের বাহ্যিক চেহারায় পরিবর্তন ও ব্রাউজিং অভিজ্ঞতার উন্নয়নে এটি নতুন উদ্যোগ বলে মনে করছেন প্রযুক্তি বিশারদরা। গুগল ক্রোমের এ উদ্যোগের মাধ্যমে ডিজিটাল লাইফে এআইয়ের ব্যবহার বৃদ্ধির বিষয়টিকে নিশ্চিত করছে।
জেনারেটিভ এআই ব্যবহারের মাধ্যমে গুগল ক্রোম যে ব্যবহারকারীর অভিজ্ঞতায় পরিবর্তন আনছে তা নয়। এর মাধ্যমে ব্যতিক্রমী কিছু তৈরির সক্ষমতাকেও তুলে ধরছে। ক্যানারি বিল্ডে ফিচারটির পরীক্ষা চলছে। যে কারণে এখন ফিচারটি সবার জন্য চালু করা হয়নি। স্ট্যাবল ভার্সনে আনার আগে এটি বেটা ভার্সনে যুক্ত করা হবে বলে সূত্রে জানা গেছে।
কোম্পানির সূত্র অনুযায়ী, সাধারণ ব্যবহারকারীদের কাছে ফিচারটি পৌঁছতে আরো কয়েক মাস সময় লাগবে। হেল্প মি রাইট নামের আরেকটি ফিচারও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। শিগগিরই গুগল ক্রোমের স্ট্যাবল ভার্সনে এটি যুক্ত করা হবে।
ব্যবহারিক অভিজ্ঞতার উন্নয়নে ক্রোম ব্রাউজারে প্রতিনিয়ত নতুন সব ফিচার যুক্ত করছে ক্রোম। সম্প্রতি প্রতি ট্যাবে কী পরিমাণ র্যাম ব্যবহার হয় সেটি শনাক্তের ফিচারও চালু করা হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//