তথ্য-প্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারীদের জন্য নতুন প্রাইভেসি আপডেট নিয়ে কাজ করছে ইনস্টাগ্রাম। এ আপডেটের মাধ্যমে প্লাটফর্মে দেয়া পোস্ট ও রিলস কারা পছন্দ করছে সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে। শিগগিরই ব্যবহারকারীদের জন্য এটি চালু করা হবে। খবর টেকটাইমস।
মেটা মালিকানাধীন প্লাটফর্ম ও সংশ্লিষ্টদের দাবি এ আপডেটের মাধ্যমে অনলাইন উপস্থিতির বিষয়টি নতুনভাবে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া এটি কাস্টমাইজেশন ও গোপনীয়তা ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত করবে। আপডেটের বিষয়ে ফোন অ্যারেনা প্রথম প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, ইনস্টাগ্রামের হালনাগাদ বেটা ভার্সনে একটি ফিচার যুক্ত করা হয়েছে। যার মাধ্যমে কারা লাইক দেয়া কনটেন্ট দেখতে পারছে সে বিষয়ে জানা যাবে। ফিচারটিতে মোট চারটি অপশন আছে। প্রথমত এর মাধ্যমে সবাই লাইক দেখতে পারবে। দ্বিতীয়ত যাদের ফলো করা হচ্ছে তারা, তৃতীয়ত কাছের বন্ধুরা এবং সবশেষ কাউকেই লাইক দেয়া কনটেন্ট দেখার সুবিধা না দেয়া। এ সেটিংসের মাধ্যমে যে কেউ ভিজিবিলিটি প্রিফারেন্স নির্ধারণ করতে পারবে।
মেটা মালিকানাধীন ছবি শেয়ারিংয়ের প্লাটফর্মটি আরো একটি ফিচার নিয়ে কাজ করছে। এটি ফ্লিপসাইড নামে আসবে। টেকক্রাঞ্চের তথ্যানুযায়ী, এ প্লাটফর্মে ব্যবহারকারীরা নির্দিষ্ট বন্ধুদের সঙ্গে ক্যানডিড ও ব্যক্তিগত কনটেন্ট শেয়ার করতে পারবে।
বিনিয়োগবার্তা/কেআর//