তথ্য-প্রযুক্তি ডেস্ক: বিশ্ব অর্থনীতিতে শক্তিশালী অবস্থান তৈরিতে নতুন উদ্যোগ নিয়েছে হুয়াওয়ে টেকনোলজিস। সেলফোন নেটওয়ার্ক যন্ত্রাংশ তৈরিতে ফ্রান্সের স্ট্রাসবার্গের কাছে ব্রুমাথে কারখানা স্থাপন করবে কোম্পানিটি। খবর গিজমোচায়না।
২০২০ সালে এ কারখানা স্থাপনের পরিকল্পনা নেয়া হয়। কিন্তু কভিড-১৯ মহামারীর জন্য সে সময় এটি বাস্তবায়ন সম্ভব হয়নি। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে এ পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। চীনের এ প্রযুক্তি জায়ান্ট এরই মধ্যে প্রকল্পটিতে ২০ কোটি ইউরো (২১ কোটি ৫২ লাখ ডলার) বিনিয়োগ করেছে।
আগামী বছর কারখানাটির নির্মাণকাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মাধ্যমে ইউরোপে কার্যক্রম ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে হুয়াওয়ে নতুন মাইলফলক তৈরি করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
ফ্রান্স সরকার সূত্রে, ২০২৫ সাল নাগাদ কারখানাটির কার্যক্রম শুরু হতে পারে। এটি স্থানীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
ফাইভজি সরঞ্জামের লাইসেন্সের বিষয়ে ফ্রান্স সরকারের অবস্থানের পরিপ্রেক্ষিতে কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে হুয়াওয়ে। ২০২০ সালে টেলিকম অপারেটরদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দেশটির সরকার জানিয়েছিল যে তারা হুয়াওয়ের ফাইভজি লাইসেন্স নবায়ন করবে না এবং এর মাধ্যমে টেলিযোগাযোগ নেটওয়ার্ক থেকে কোম্পানিটিকে বাদ দেবে। তবে সাম্প্রতিক এ পদক্ষেপ হুয়াওয়ের ফাইভজি লাইসেন্সের পরিধি বাড়ানোর বিষয়টিকে ইঙ্গিত করছে।
প্রকল্পটিতে বিনিয়োগের পরিমাণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাথমিক পর্যায়ে কারখানা চালুর সময় ৩০০ এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদে ৫০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানা গেছে।
বিনিয়োগবার্তা/আরএম//