তথ্য-প্রযুক্তি ডেস্ক: সেলফোন মেরামতের সময় এর ভেতরে থাকা তথ্যের সুরক্ষা নিয়ে সবাই চিন্তিত থাকে। এ সমস্যা থেকে মুক্তি দিতে পিক্সেল ডিভাইসে নতুন রিপেয়ার মোড চালু করেছে গুগল। খবর টেকরাডার।
নতুন এ মোডটি ব্যবহার করে সেলফোনে থাকা সংবেদনশীল তথ্য লক করে রাখা যাবে। ফলে মেরামতকারী চাইলেও ডিভাইসে থাকা কোনো তথ্য দেখতে পারবে না বা প্রবেশ করতে পারবে না। টেকসই হার্ডওয়্যার কোয়ালিটি ধরে রাখার অঙ্গীকারের অংশ হিসাবে, পিক্সেল সিরিজের ডিভাইসে নতুন এ আপডেট চালু করেছে গুগল।
কোম্পানিটির তথ্যানুযায়ী, রিপেয়ার মোডের আওতায় ব্যবহারকারীরা তাদের সেলফোনের তথ্য লক করে রাখতে পারবে। ফলে যখনই স্মার্টফোন মেরামতের জন্য নিয়ে যাওয়া হবে, তখন কেউ সেখানে অনুপ্রবেশ করতে পারবে না। এ মোড তৃতীয় পক্ষকে সেলফোনে থাকা ছবি, মেসেজ ও কন্টাক্ট নম্বরে দেখার ক্ষেত্রে বা হাতিয়ে নেয়া থেকে বাধা দেবে। ফিচারটি অনেকের কাছে পরিচিত মনে হতে পারে। কারণ, স্যামস্যাংয়ের গ্যালাক্সি সিরিজের কিছু ডিভাইসে এরই মধ্যে এ মোড চালু আছে।
কীভাবে রিপেয়ার মোড একটিভ করতে হবে সে বিষয়ে গুগলের পোস্টে বিস্তারিত জানানো হয়নি। তবে টমস গাইড ফিচারটি ব্যবহারের নির্দেশনাবলী ব্যাখ্যা করছে। প্রথমেই সিস্টেম ট্যাবের অধীনে সেটিংস মেনুতে প্রবেশ করতে হবে। সেখান থেকে রিপেয়ার মোড চালুর পর একটি স্ক্রিন আনলক পদ্ধতি লিখতে হবে। সেখানে একটি পিন সেট করতে হবে। পিন সেট করার পর সেটি রিপেয়ার মোডে পুনরায় চালু হবে।
পিক্সেল ইন্টারফেসে একটি নোটিফিকেশন থাকবে, যেখানে লেখা থাকবে ফোনটি এখন রিপেয়ার মোডে আছে। মেরামত শেষ হলে পিন ব্যবহার করে আবার স্বাভাবিক মোডে ফেরা যাবে। এ মোডের মাধ্যমে মূলত সেলফোনের ফিচার ও কার্যক্রমগুলোকে সীমিত করা হবে।
বিনিয়োগবার্তা/এসএইচবি//