Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 28 Dec 2023 10:01
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: সিডনিতে ‘মহান বিজয় দিবস উদযাপন করেছে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের প্রথম ও সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’। স্থানীয় হার্স্টভিল এন্টারটেইনমেন্ট সেন্টারে ‘এসো মিলি প্রাণের উৎসবে শ্লোগানে দিবসটি উদযাপন করা হয়। আকিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠান শুরুর পর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. জিয়াউল কবির জিয়ন। পবিত্র গীতা ও বাইবেল পাঠ করেন যথাক্রমে ড. রতন কুণ্ডু ও পল ডি মধু।

অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের এক কিশোরের বেহালার সুরের মাধ্যমে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় হল ভর্তি উপস্থিত অতিথিরা উঠে দাঁড়িয়ে সম্মান জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ কনসুলেট সিডনির কনসাল ও চেন্সরি প্রধান মো. আশফাক হুসেইন এবং সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত বীর মুক্তিযোদ্ধা শাহ্ এনায়েতুর রহমান বেলাল, বীর মুক্তিযোদ্ধা ডা. হাবিবুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানান।

এরপর সংগঠনের উপদেষ্টা ড. রতন কুন্ডুর পরিচালনায় সিডনির বিদায়ী কনসাল ও চেন্সরি প্রধান মো আশফাক হুসেইনের হাতে সংগঠনের ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন সাংস্কৃতিক সম্পাদক তাম্মি পারভেজ ও কোশাধ্যক্ষ দিলারা জাহান ও সদস্য জেরীন আফরীন। সংগঠনের সভাপতি মো. আব্দুল মতিন তাঁর স্বাগত বক্তব্যে বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে উপস্থিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. সিরাজুল হক, বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, প্রাক্তন কাউন্সিলর মোহাম্মাদ জামান টিটু, কাউন্সিলর মাসুদ চোধরী, টেলিঅজের পরিচালক জাহাঙ্গীর আলম, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের সাবেক সভাপতি একেএম ফজলুল হক শফিক, ধানসিঁড়ি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন, মহিলা আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি বিলকিস জাহান ও চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন ইফতু প্রমুখ।

কবিতা আবৃত্তি করেন কবি হায়াত মাহমুদ, ড. তারিকুল ইসলাম, কবি জেরীন আফরীন, মোস্তাক আহমেদ প্রিন্স, আসিফ ইকবাল প্রমুখ। একাত্তরের অগ্নিঝরা গান নিয়ে মঞ্চে ছিলেন কন্ঠশিল্পী নিলুফা ইয়াসমিন, আয়শা কলি, জাহাঙ্গীর আলম, মধুমিতা শাহা, রুহুল আমিন, শুভ সাথী প্রমুখ।

নৃত্যাঞ্জলী ড্যান্স অ্যাকাডেমির কর্ণধার মৌসুমি শাহার ও প্রেরণা ড্যান্স গ্রুপের কর্ণধার জেরিন চৌধুরীর নেতৃত্বে নতুন প্রজন্মের ছোট্ট সোনামণিরা নৃত্য পরিবেশন করে। অসাধারণ পরিবেশনার জন্য এসময় এসময় উপস্থিত দর্শকরা মুহুর্মুহু করতালির মাধ্যমে তাঁদের উৎসাহ দেন।

বিজয়ের মঞ্চে সংগঠনের পক্ষ থেকে হাজী মো. দেলোয়ার হোসেন ও অ্যাডভোকেট মো. মোবারক হোসেনকে সার্টিফিকেট ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হয়।

মহান বিজয় দিবস উদযাপনের সমন্বয়কারী মোহাম্মদ আসলাম মোল্লা উপস্থিত অতিথিদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই উপলক্ষে মো. জিয়াউল কবির জিয়নের সম্পাদনায় ‘বিজয় নামে একটি স্মরণিকা প্রকাশিত হয়।

আগত অতিথিদের জন্য সিডিসির সনামধন্য বাংলাদেশি রেস্তোরাঁ ধানসিঁড়ির পক্ষ থেকে রাতের খাবারের ব্যবস্থা করা হয়। রাতের খাবারের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বিনিয়োগবার্তা/এসএএম//