নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে সবার জন্য সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী ডিজিটাল লেনদেন নিশ্চিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে জাতীয় প্রবাসী দিবসে আর্থিক সেবা খাতে এনআরবি ডে অ্যাওয়ার্ড ২০২৩ পেল বিকাশ।
সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন বিকাশের চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, ঢাকা বিশ্ববিদ্যালয় ইমিরেটাস অধ্যাপক ড. আতিউর রহমান, স্কলার্স বাংলাদেশ সোসাইটি এবং সেন্টার ফর এনআরবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম প্রমুখ।
বিনিয়োগবার্তা/এসএএম//