খেলাধুলা ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মূলত রহমানুল্লাহ গুরবাজের ঝোড়ো সেঞ্চুরিতেই (৫২ বলে ১০০) হেরেছিলো সংযুক্ত আরব আমিরাত। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। সফরকারীদের ১১ রানে হারিয়েছে তারা।
সোমবার (১ জানুয়ারি) শারজায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৬ রান তোলে আরব আমিরাত। জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
ব্যাট হাতে শুরুটা দুর্দান্ত ছিল আমিরাতের। উদ্বোধনী জুটিতে ৭২ রান তোলে স্বাগতিকরা। ঝোড়ো ইনিংস খেলে ফিফটি তুলেছেন দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও আরিয়ান লাকরা।
দলীয় ৭২ রানের মাথায় মোহাম্মদ নবির বলে আউট হন ওয়াসিম। তার আগে তিনি করেন ৩২ বলে ৫৩ রান। আরেক ওপেনার ম্যাচের শেষ পর্যন্ত খেলে অপরাজিত (৪৭ বলে ৬৩*) থেকেই মাঠ ছেড়েছেন। দুই ফিফটিতে ৭ উইকেটে ১৬৬ রান করে আমিরাত।
জবাবে ব্যাট করতে নামা মারকুটে ব্যাটার গুরবাজকে আগের ম্যাচের মতো ঝোড়ো ইনিংস খেলার সুযোগ দেয়নি আমিরাতের বোলাররা। ষষ্ঠ ওভারে তাকে ফিরিয়েই আফগান শিবিরে ভাঙন ধরিয়েছে স্বাগতিকরা।
এরপর বিরতি দিয়ে একের পর এক উইকেট হারিয়েছে আফগানিস্তান। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন মোহাম্মদ নবি।
আমিরাতের হয়ে ৪টি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ জওয়াদুল্লাহ ও আলি নাসের।
বিনিয়োগবার্তা/ডিএফই//