নিজস্ব প্রতিবেদক: শাওমির সাব-ব্র্যান্ড রেডমি সিরিজের আসছে ২০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন। মডেল রেডমি নোট ১৩ ৫জি। জানুয়ারি মাসেই বাজারে আসবে এই ফোন।
শাওমি তথা রেডমির অন্যতম সেরা স্মার্টফোন হতে চলেছে এই সিরিজ। যেখানে একগুচ্ছ হাই-এন্ড ফিচার্স পেতে চলেছেন ব্যবহারকারীরা। অ্যামোলিড স্ক্রিনের সঙ্গে এতে মিলবে ঝকঝকে ক্যামেরা।
স্মার্টফোনে কী কী চমক দিতে চলেছে রেডমি চলুন জেনে নেওয়া যাক।
চীনের বাজারে সেপ্টেম্বর ২০২৩ সালে আসে রেডমি নোট ১৩ সিরিজ। এবার অন্যান্য দেশেও আসছে এই হ্যান্ডসেট। এই ফোনে কার্ভ ডিসপ্লে থেকে ২০০ মেগাপিক্সেল ক্যামেরাসহ দুর্দান্ত ফিচার থাকছে।
এই ফোন ৬, ৮ ও ১২ জিবি র্যাম ভার্সনে পাওয়া যাবে। স্টোরেজ থাকছে ১২৮ ও ৫১২ জিবি। ফোনের ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস অ্যামোলিড। সঙ্গে মিলবে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এতে মিডিয়াটেক ডায়মেনসিটি ৬০৮০ মডেলের প্রসেসর থাকছে।
ফোনটিতে সর্বমোট ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এই ডিভাইস।
বিনিয়োগবার্তা/ডিএফই//