Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 10 Jan 2024 12:29
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনকের ২০২৪ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নিউইয়র্কের কুইন্সের জামাইকাস্থ চাংপাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় নতুন কমিটি গঠন করা হয়। এরপর ৩ জানুয়ারী একই রেস্টুরেন্টে নুতুন কমিটির শপথ গ্রহণ সম্পন্ন হয়।

নতুন কমিটির সভাপতি হলেন মোহাম্মদ হারুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান, সহ সভাপতি যথাক্রমে তারিকুল ইসলাম (তুহিন), বাবু সন্তোষ সাহা ও মোহাম্মদ বেলাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক উজ্জল মাহমুদ, কোষাধক্ষ ওবায়দুর রহমান ইমন, সোশ্যাল ওয়েলফেয়ার সম্পাদক লুৎফর রহমান, দপ্তর সম্পাদক নুরুল আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, প্রচার সম্পাদক শৈবাল সাহা, মহিলা বিষয়ক সম্পাদক আসমা বেগম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল আজিজ (মুরাদ)।

কার্যকরী কমিটির সদস্যরা হলেন- যথাক্রমে আহসান হাবীব, নাজমুল হোসেন, মোহাম্মদ শহিদুল ইসলাম ভূঁইয়া, তাজুল ইসলাম কামাল, আলহাজ্জ্ব সোহন ভূঁইয়া ও মোহাম্মদ জাহিদুল হক খান (অরুন)।

কমিটির সদস্যরা বলেছেন, ২০২২ সালের ২১ ডিসেম্বর দুটি পক্ষের একটি লিখিত চুক্তির (দুই পরিষদ এক বছর মেয়াদ কালের জন্য গঠিত হবে) পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠিত হলো।

বিনিয়োগবার্তা/এসএএম//