Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 10 Jan 2024 14:41
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ক’দিন বাদেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। আসন্ন বিপিএলকে সামনে রেখে এরই মধ্যে অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল। যেখানে ব্যাটিংয়ে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন টাইগারদের সাবেক এ দলপতি।

বুধবার বেলা সোয়া ১২টার দিকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে আসেন তামিম। সেখানে প্রায় এক ঘণ্টা ধরে নেটে ব্যাটিং অনুশীলন করেন তিনি। মেশিন এবং বোলারদের মুখোমুখি হয়ে নিজেকে ঝালিয়ে নেন। এরপর নেট ছেড়ে চলে যান দেশসেরা এ ওপেনার।

এদিন মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিমের চোট নিয়ে ফরচুন বরিশালের ব্যাটিং পরামর্শক মিজানুর রহমান বাবুল বলেন, ‘না না, জাস্ট একটা বল লাফিয়েছিল ঐটা আঙুলে লেগেছিল। ঐটা (আঘাত) এমন কোনো ইফেক্ট করেনি। ঐ রকম ব্যথা ছিল না। কালকে অফ করে (অনুশীলন) দিয়েছি যাতে এটা অতিরিক্ত কোনোকিছু না হয়। কিন্তু আঙুল ঠিক আছে।’

তিনি আরো বলেন, ‘আজকে তামিম পুরোপুরি ব্যাটিং অনুশীলন করেছে। মেশিনে এবং বোলারের বিরুদ্ধেও অনুশীলন করেছে। সে পুরোপুরি ফিট আছে।’

এর আগে মঙ্গলবার সকালে মিরপুরের ইনডোরে অনুশীলনের সময় তাসকিনের বলে আঙুলে চোট পান তামিম। পরবর্তীতে নেট ছেড়ে তামিম চলে যান ইনডোরের ভেতরে।

এদিকে ইনজুরির কারণে বেশ লম্বা সময় ধরেই মাঠের বাইরে আছেন তামিম। কোমরের পুরাতন চোটের কারণে মিস করেছেন বিশ্বকাপ। শেষবার তাকে দেখা গিয়েছে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে।

গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। আর এবার বিপিএল দিয়ে তার মাঠে ফেরার কথা রয়েছে।

বিনিয়োগবার্তা/ডিএফই//