নিজস্ব প্রতিবেদক: আগামী সপ্তাহে নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস এস২৪ সিরিজ উন্মোচন করবে স্যামসাং। এর সঙ্গে নতুন চার্জারও আনার কথা জানিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। তবে এগুলো আলাদাভাবে বিক্রি করা হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
চার্জার দুটির মধ্যে প্রথমটি ডুও ৫০ ওয়াটের। যাতে চার্জিংয়ের জন্য দুটি ইউএসবি-সি পোর্ট থাকবে। দ্বিতীয় চার্জারটি প্রচলিত ৪৫ ওয়াট চার্জারের একটি আপডেট সংস্করণ। তবে প্রযুক্তিবিদদের ধারণা, গ্যালাক্সি এস২৪ সিরিজ উচ্চতর চার্জিং প্রযুক্তি সমর্থন নাও করতে পারে।
স্যামসাংয়ের বেজ মডেল এস২৪ এ ২৫ ওয়াট চার্জিং সমর্থন করবে বলে জানা গেছে। আর এস২৪ প্লাস ও আল্ট্রা মডেলগুলোতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা দেয়া হতে পারে। এবার স্যামসাংয়ের নতুন ৪৫ ওয়াট চার্জারটি শুধু দ্রুতগতিতে চার্জিং নয়, বরং প্রায়োগিক জীবনে কার্যকর ব্যবহার ও ব্যাটারি নিরাপত্তার বিষয়টিও নিশ্চিত করবে বলে কোম্পানি-সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে। গ্রাহকদের কাছে আলাদাভাবে চার্জারগুলো বিক্রি করার মাধ্যমে স্যামসাং অতিরিক্ত আয় করতে পারবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিনিয়োগবার্তা/ডিএফই//