এনআরবি ডেস্ক : কুয়েতে প্রবাসীদের মধ্যে শীতকাল জুড়েই থাকে নানা পিঠা-পুলির আয়োজন। এই আয়োজন কখনো কয়েটি পরিবার মিলে করেন কখনো সাংগঠনিকভাবে করে থাকেন।
কুয়েতে প্রবাসীদের সন্তানদের বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানাতে ঐতিহ্যবাহী এই পিঠা-পুলির আয়োজন করা হয়।
শুক্রবার (১২ জানুয়ারি) কুয়েতের সালমিয়া পার্কে এমন এক পিঠা উৎসবের আয়োজন করা হয়। সেখানে একত্রিত হতে দেখা গেছে বেশ কয়েকটি প্রবাসী পরিবারকে।
অনুষ্ঠানে গৃহিণীদের তৈরি চিতই পিঠা, নকশী পিঠা, দুধ পিঠা, ভাপা পিঠাসহ অনেক ধরনের পিঠার আয়োজন করা হয়।
প্রবাসী পরিবারের ছেলেমেয়ে ও কোমলমতি শিশুরাও বেশ উপভোগ করে এই আয়োজন।
বিনিয়োগবার্তা/এসএএম//