নিজস্ব প্রতিবেদক: মাত্র তিন দিন পরই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠবে। একই দিন মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যেখানে দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে লড়াই করতে নামবে বাংলাদেশের যুবারা। ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটেও ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ।
বিপিএল শুরুর পরদিনই ত্রিদেশীয় সিরিজ খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শ্রীলংকা ও পাকিস্তানকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। যেখানে টাইগ্রেসদের নেতৃত্ব দিবেন সুমাইয়া আক্তার। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই ত্রিদেশীয় সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে।
বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড: সুমাইয়া আক্তার (অধিনায়ক), রাবেয়া, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার সুবর্ণা, ফাহমিদা ছোঁয়া, আফিয়া আশিমা ইরা, উন্নতি আক্তার, আরভিন তানি, ইভা খাতুন, আশরাফি ইয়াসমিন অর্থি, হাবিবা ইসলাম পিনকি, জানাতুল মাওয়া, রাবেয়া খাতুন, সুবর্ণা কর্মকার, ফারিয়া আক্তার ও আনিশা আক্তার সোবা।
বিনিয়োগবার্তা/ডিএফই//