বিনিয়োগবার্তা ডেস্ক: ইংল্যান্ডের রাজধানী লন্ডনেরে একটি মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নেভাতে দশটি ফায়ার ইঞ্জিন নিয়ে ৭০ জন অগ্নিনির্বাপক বাহিনীর কর্মী কাজ করছেন। নেভানোর চেষ্টা চললেও আশপাশের ভবনগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
তবে প্রাথমিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার প্রথম প্রহরে এই বিপণিবিতানের দ্বিতীয় থেকে চতুর্থ তলা জ্বলতে দেখা গেছে।
একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি লিখেছে, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। পাশের ভবনগুলোতেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লন্ডন মেট্রোপলিটন পুলিশ ও অ্যাম্বুলেন্স সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, পরিস্থিতি খুবই বিপজ্জনক। বাতাসের কারণে আগুনের হলকা যেন উড়ছিল। আশপাশের ভবনগুলোতে রেস্তোরাঁ আছে, রান্নাঘর রয়েছে। আমরা আশঙ্কা করছি, আগুন ছড়িয়ে পড়লে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে।
(এমআইআর/ ১০ জুলাই ২০১৭)