Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 21 Jan 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিশেষ সংবাদদাতা: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংস্কার প্রকল্পে যে কাজগুলো বাকি, তা দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য প্রকল্প পরিচালকদের তাগাদা দিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

তিনি আজ (রোববার) মন্ত্রণালয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ, প্রতিবন্ধী স্টেডিয়াম নির্মাণ, বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার কাজের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা শেষে বলেন, ‘বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কারকাজ চলমান। এ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আমি আশাবাদী। প্রকল্প পরিচালকদের তাগাদা দিয়েছি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারিত কাজ সমাপ্ত করার জন্য।’

শেখ রাসেল মিনি স্টেডিয়াম, জাতীয় সংসদের পাশে প্রতিবন্ধী স্টেডিয়াম ও বঙ্গবন্ধু স্টেডিয়ামের চলমান কাজ পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

সভা প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘ক্রীড়ার তিনটি অগ্রাধিকার প্রজেক্ট নিয়ে সংশ্লিষ্টদের সাথে বসেছিলাম। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে ১২৫টি স্টেডিয়াম নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১৮৬টি মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে। এছাড়া জাতীয় সংসদের পাশে নির্মাণাধীন প্রতিবন্ধী স্টেডিয়াম এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামের আধুনিকায়ন ও সংস্কার বিষয়ে অগ্রগতি সম্পর্কে অবগত হয়েছি। আমি খুব শিগগির সরেজমিনে প্রকল্পগুলো পরিদর্শন করবো।’

শেখ রাসেল মিনি স্টেডিয়ামসহ অন্য ক্রীড়া স্থাপনার রক্ষণাবেক্ষণ ও ব্যবহারের বিষয়টিও গুরুত্ব সহকারে দেখছেন যুব ও ক্রীড়ামন্ত্রী। বলেন, ‘যেসব স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে, সেগুলো সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করতে হবে। সংশ্লিষ্টদের লিখিতভাবে প্রস্তাবনা দেওয়ার নির্দেশনা দিয়েছি।’

পর্যালোচনা সভায় যুব ও ক্রীড়াসচিব ড. মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. মোস্তফা কামাল মজুমদার, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. উবায়দুল হক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//