Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 11 Feb 2024 14:19
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৯৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সুষ্ঠুভাবে সারা দেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। মূল্যায়নের কাজ শেষের পথে। এ লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রস্তুতিও সম্পন্ন। 

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

এর আগে গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে দেশের ১৯টি কেন্দ্রের ৪৪টি প্রতিষ্ঠানে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী আবেদন করেন। দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৯৫টি আসন আছে।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে পরীক্ষা হল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা সুষ্ঠু করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছিল।

শুক্রবার বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মো. টিটু মিয়া গণমাধ্যমকে বলেন, ‘দেশের কোনো কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁস বা কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’ 

তিনি বলেন, এ বছরও ভর্তি পরীক্ষায় ছাত্রের চেয়ে ছাত্রী বেশি। আবেদনকারীদের মধ্যে ৫৯ শতাংশ ছাত্রী, ৪১ শতাংশ ছাত্র।

এ বছর ছয়টি বেসরকারি মেডিকেল কলেজ কোনো শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না। এই তালিকায় আছে রাজধানীর উত্তরার আইচি মেডিকেল কলেজ, ধানমন্ডির নর্দান মেডিকেল কলেজ, রংপুরের নর্দান মেডিকেল কলেজ, রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজ, মোহাম্মদপুরের কেয়ার মেডিকেল কলেজ ও আশুলিয়ার নাইটিঙ্গেল মেডিকেল কলেজ।

বিনিয়োগবার্তা/ডিএফই//