Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মিসিসিপি’র জরুরি বিভাগ থেকে জানানো হয়, নৌবাহিনীর কেসি-১৩০ বিমানটিতে ১৬ জন আরোহী ছিলেন। যার সবাই নিহত হয়েছেন।

রাজ্যের লেফ্লোর কাউন্টির মহাসড়ক সংলগ্ন একটি সয়াবিন ক্ষেতে বিমানটি বিধ্বস্ত হয়। এ সময় বিমানটির ধ্বংসাবশেষ প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, মাঝ আকাশে বিমানটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা সংস্থার পরিচালক লি স্মিথসন জানান, সানফ্লোয়ার-লেফলর কাউন্টি লাইনে বিমানটি বিধ্বস্ত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী টুইটার বার্তায় জানায়, ইউএসএমসি কেসি-১৩০ (USMC KC-130) বিমানটি ১০ জুলাই সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হয়েছে।

এর আগে স্থানীয় কর্মকর্তারা প্রাথমিকভাবে বিমানটিতে আটজন আরোহী থাকার কথা জানিয়েছিলেন। তবে পরে ১৬ আরোহী থাকার খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ।

নৌবাহিনীর মুখপাত্র সারাহ বার্নস বলেন, ১০ জুলাই মার্কিন নৌবাহিনীর কেসি-১৩০ বিমানটি বিধ্বস্ত হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এক বিবৃতিতে দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাদের প্রিয়জনের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন মিসিসিপি’র গভর্নর ফিল ব্রায়ান্ট।

(এমআইআর/ ১১ জুলাই ২০১৭)