নিজস্ব প্রতিবেদক: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্যদেশগুলোর মধ্যে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে কার্যকর ও টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।
মঙ্গলবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৭তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের (এপিআরসি৩৭) উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে এ আহ্বান জানান মন্ত্রী। এ সময় তিনি এ ব্যাপারে এফএওর আরো সক্রিয় পদক্ষেপ কামনা করেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘সদস্যদেশগুলোর বৈচিত্র্যকে বিবেচনায় নিয়ে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে এফএওর সহযোগিতা আরো বাড়ানো প্রয়োজন। বিশেষ করে যেসব দেশে ফসলের উৎপাদনশীলতা কম, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি বেশি ঝুঁকিপূর্ণ, সারসহ কৃষি উপকরণের আমদানিনির্ভরতা, ফসলের সংগ্রোত্তর অপচয় বেশি, বাজারে মধ্যস্বত্বভোগীদের আধিপত্য বেশি, কৃষি প্রক্রিয়াজাতে ও ভ্যালু চেইন পিছিয়ে আছে এবং শ্লথ ও কম যান্ত্রিকীকরণ সেসব দেশে আরো বিস্তৃত সহযোগিতা প্রয়োজন।’
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন, কৃষিজমি হ্রাস ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতির মধ্যে বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা খুবই চ্যালেঞ্জিং। এছাড়া দুর্বল বিপণন ব্যবস্থা ও রফতানি বিধিনিষেধের মতো বিষয়গুলো খাদ্যনিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
বিনিয়োগবার্তা/এসএএম//