Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 27 Feb 2024 11:02
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র একমাস পরেই ইতালির আকাশে উড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৬ মার্চ প্রথম ফ্লাইটের ৯৮টি টিকিট এরইমধ্যে বিক্রি হয়ে গেছে। জেনারেল সেলস এজেন্ট বা জিএসএ নিয়োগও চূড়ান্ত পর্যায়ে আছে।

জানা গেছে, আসা-যাওয়ার সর্বনিম্ন ভাড়া নির্ধারণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৫ শ টাকা।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম জানিয়েছেন, ঢাকা-রোম রুটটি ব্যবসা সফল করতে বিশেষ পরিকল্পনা রয়েছে।

২০১৫ সাল পর্যন্ত ঢাকা-রোম নিয়মিত ফ্লাইট পরিচালনা করত বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে নানা কারণে রুটটি লাভজনক হয়নি।

বহরে অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত হওয়ায় রুটটি আবারও চালু করছে বিমান বাংলাদেশ।

২৬ মার্চ প্রথম ফ্লাইটের তারিখ নির্ধারণের পর ৫ ফেব্রুয়ারি শুরু হয় টিকিট বিক্রি। এ পর্যন্ত প্রথম ফ্লাইটের ৯৮টি টিকিট বিক্রি হয়েছে। রোম স্টেশনসহ জিএসএ নিয়োগের কাজও শেষ হয়েছে।

শফিউল আজিম জানান, রুটটি লাভজনক করতে ইতালি ছাড়াও পাশের দেশগুলো থেকে যাত্রীদের টানতে পরিকল্পনা নেওয়া হচ্ছে। অত্যাধুনিক বোয়িং-সেভেন-এইট-সেভেন উড়োজাহাজ দিয়ে ইউরোপের এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে মাত্র নয় ঘণ্টায় রোম পৌঁছাবেন যাত্রীরা।

এ প্রসঙ্গে এভিয়েশন বিশ্লেষক কাজী ওয়াহিদুল আলম গণমাধ্যমকে বলেন, এ ফ্লাইটে ট্রানজিট বিড়ম্বনা না থাকায় যাত্রীরা অন্য এয়ারলাইনসের বদলে বিমানকেই প্রাধান্য দেবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে সপ্তাহে তিন দিন-সোম, মঙ্গল ও বৃহস্পতিবার চলবে ফ্লাইট। যাত্রী চাহিদা বাড়লে সপ্তাহে সাত দিনই ফ্লাইট চালানো হতে পারে।

বিনিয়োগবার্তা/এসএএম//