নিজস্ব প্রতিবেদক: বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নসহ কয়েক দফা দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিনিধি সমাবেশ করতে যাচ্ছে সরকারি কর্মচারিদের সংগঠন ‘১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম’। আগামী ৮ মার্চ (শুক্রবার) সকালে জাতীয় প্রেসক্লাবের মাওলানা মুহাম্মদ আকরম খাঁ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান।
৯ম পে-স্কেল ও বেতন বৈষম্য দূর করা, বার্ষিক বেতন বৃদ্ধি বন্ধ না করা, ১১-২০ গ্রেডের কর্মচারীদের ৫০% মহার্ঘ ভাতাসহ বেশ কয়েক দফা নিয়ে দীর্ঘ দিন ধরেই দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মচারীরা। নিয়ম অনুযায়ী ৫ বছর পরপর পে-স্কেল ঘোষণার কথা থাকলেও ২০১৫ সালের পর নতুন পে-স্কেল ঘোষণা করা হয়নি। এমন পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খাওয়া সরকারি কর্মচারীগণ সরকারের দিকে তাকিয়ে আছে, বর্তমান বাজারদর এবং বেতন যেন কোনভাবেই খাপ খাওয়াতে পারছেন না তারা।
এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং দাবি দাওয়া বাস্তবায়নে আন্দোলন জোড়াল করতে এ সংবাদ সম্মেলন ও প্রতিনিধি সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে সংগঠনটির কেন্দ্র, মহানগরসহ সকল জেলা ও বিভাগীয় প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া আগ্রহী সকল ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারীদের উপস্থিত থাকতে উৎসাহ প্রদান করা হয়েছে।
বিনিয়োগবার্তা/ডিএফই//