Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 10 Mar 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট আর্থিক খাতের কোন বিকল্প নেই। তাই আমাদের ছাত্রদেরও স্মার্ট অর্থনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

ক্রমাগত দেশের অর্থনীতির সাথে সাথে পরিবর্তন হচ্ছে দেশের ব্যাংকিং খাত। তাই পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্রয়োগিক জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে শনিবার (৯ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘দি ডিপার্টমেন্ট অফ ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স’ এক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। এছাড়া এতে সভাপতিত্ব করেন দি ডিপার্টমেন্ট অফ ব্যাংকিং এন্ড ইন্সুরেন্সের চেয়ারম্যান হাসিনা শেখ।

মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ফাইন্যান্সিং সেক্টরের কোন বিকল্প নেই। তাই আমাদের ছাত্রদেরও স্মার্ট অর্থনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ডিভিশনে দেশের বাইরের লেখকের পাশাপাশি দেশীয় বাস্তবতার সাথে মিল রেখে লেখা বই অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও সোনালী ব্যাংকের বর্তমান পরিচালক আবুল কালাম আজাদ বলেন, দেশে ফ্রড সার্জারি যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে ছাত্রদের জ্ঞান ডেভলপ করছে না। তাই আমাদের ছাত্রদেরকে ডিজিটাল জ্ঞান আরও বাড়াতে হতে হবে বলে মনে করেন তিনি।

আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন বলেন, আমরা যেসব বিনিয়োগ করি তার পাশাপাশি এখন গ্রীন ব্যাংকিং বা ক্লাইমেট ফাইন্যান্সের বিষয়টা যুক্ত করার সময় এসেছে। কারণ আমরা যেই বিনিয়োগ করছি সেটা সামাজিক বা পরিবেশের জন্য কতটা সাবস্ক্রাইনেবল সেটা অবশ্যই গুরুত্বসহকারে ভাবতে হবে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ডিভিশন থেকে ভালো রেজাল্ট নিয়ে বের হওয়া ছাত্রটাও ব্যাংকিং পেশায় গিয়ে ভালো করতে পারে না। কারণ প্রত্যেক ছাত্রের সমান ডেডিকেশন থাকে না। ডেডিকেশনের ভিত্তিতে অনেকেই ভালো করে।

বিনিয়োগবার্তা/এসএএম//