নিজস্ব প্রতিবেদক: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীদের সমস্যা সমাধানে বিশেষ সেল গঠন করা হবে। আর এ সেলের মাধ্যমে প্রবাসীদের সমস্যা সমাধান করা হবে। প্রবাসীদের বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক। তাদের জন্য অনেক সুযোগ-সুবিধা করা হয়েছে, সামনে আরও করা হবে। বিদেশে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে প্রবাসীরা কাজ করছে।
রোববার (১০ মার্চ) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি)-এর ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, রেমিটেন্সের গুরুত্ব অনেক বেশি। রেমিটেন্সের গুরুত্ব কখনও কমেনি, বরং বেড়েছে। প্রবাসীদের রেমিটেন্সের যে টাকা দেশে আসে এরমধ্যে দেড় থেকে ২ শতাংশ আর্থিক খাতে বিনিয়োগ হয়। বিনিয়োগে আরও অর্থায়ন আসা দরকার। দেশে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের যে সমস্যা সেটা আমাদের জানালে সমাধান করা হবে। সমস্যা জানালে ব্যাংকের মাধ্যমে সমাধান করা হবে। আর যেখানে সরকারের সহযোগিতা দরকার সেটা করা হবে।
দেশের অর্থ বিদেশে পাচার নিয়ে তিনি বলেন, অর্থপাচার নিয়ে বেশ কয়েকটি দেশের সঙ্গে আমাদের চুক্তি আছে। অর্থপাচারের বিষয়ে আন্তর্জাতিক যে সংস্থার সদস্য আমরা তারা দুই থেকে তিনবার পর্যালোচনা করেছে। তারা দেখেছে, সন্ত্রাসবাদের জন্য আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয় না। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, অর্থপাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দেশের টাকা ফিরিয়ে আনা হবে। এ বিষয়ে সরকারের উদ্যোগ রয়েছে, যেন দেশের টাকা বাহিরে না যায়।
প্রবাসীদের সম্পদ দখল নিয়ে মশিউর রহমান বলেন, যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে সম্পত্তি বেদখল হতে দেখা যায়। আমি মাঝে মাঝে শুনি আমার বাড়িতে আমাদের সম্পত্তিতে অন্যরা সাইনবোর্ড লাগিয়েছে। এটা অনেক সময় দেখা যায় হিংসার কারণে হয়ে থাকে।