Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: চট্টগ্রামের পাহাড়ি উপজেলা লোহাগাড়ার বড় হাতিয়া এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানের দু’ পাইলট প্যারাস্যুটে নিরাপদে অবতরণ করতে পেরেছেন।

মঙ্গলবার দুপুরে বিমানটি বিধ্বস্ত হবার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মোহাম্মদ শাহজাহান।

সাতকানয়িা থানা পুলিশের এসআই সিরাজও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হবার আগে পাইলট ও প্রশিক্ষণার্থী প্যারাস্যুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করেন।

তারা ঘটনাস্থলে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে এর বেশি কোনো তথ্য জানাতে পারেননি সিরাজ।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম কন্ট্রোল রুমের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোহাগাড়া টিম দ্রুত ঘটনাস্থলে রওনা দিয়েছে।

(এমআইআর/ ১১ জুলাই ২০১৭)