Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 12 Mar 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট : বিশ্বের অন্যতম ধনী দেশ কুয়েতের নাগরিকদের সঙ্গে পার্টনারে লাইসেন্স নিয়ে ব্যবসা করে দুর্বার গতিতে এগিয়ে চলছেন বাংলাদেশিরা। ২০১৬ সালে বাংলাদেশ দূতাবাসের অনুমোদন নিয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিল, বিবিসি কুয়েত নামে একটি সংগঠন গঠন করে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়িরা। 

শনিবার (০৯ মার্চ) রাতে সালমিয়ায় একটি হোটেলে প্রায় ২শ ব্যবসায়ী মিলিত হন। সেখানে সোয়েব আহমেদ, আবদুল কাদের মোল্লা, প্রকৌশলী ফরিদ উদ্দিন আহমেদ, বেলায়েত হোসেন, মো. বেলালসহ ১১ সদস্যের জুরি বোর্ডের মাধ্যমে সবার সম্মতিতে জুরি বোর্ডের প্রধান জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী নতুন নেতৃত্ব ঘোষণা করেন।

এসময় লুৎফর রহমান মুখাই আলীকে সংগঠনের সভাপতি ও মোহাম্মদ এমদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।

সংগঠনের নেতারা জানান, কুয়েতের বাজারে বাংলাদেশি পণ্যের সম্প্রসারণ ও প্রবাসী ব্যবসায়ীদের মান উন্নয়নে বাংলাদেশ বিজনেস কাউন্সিল, বিবিসি কুয়েত কাজ করবে।

বিনিয়োগবার্তা/এসএএম//