নিজস্ব প্রতিবেদক: অ্যাসোসিয়েটেড ব্রিটিশ ফুডস (এবিএফ) এবং প্রাইমার্কের একটি প্রতিনিধি দল ১২ মার্চ ২০২৪ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধিদলে ছিলেন স্টিভ লটন, প্রাইমার্কের ট্রেডিং ডিরেক্টর; ম্যাথিউ রোডস, সোর্সিং এবং সরবরাহকারী ব্যবস্থাপনার প্রধান, প্রাইমার্ক; ইওইন টং, এবিএফ/প্রাইমার্কের সিএফও; রিচার্ড মরিসন, পরিচালক, এবিএফ/প্রাইমার্ক; ফিলিপ্পো পোগি, সোর্সিং কান্ট্রি কন্ট্রোলার (বাংলাদেশ-ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা); মোহাম্মদ ইসমাইল, সিনিয়র এথিক্যাল ট্রেড ম্যানেজার (বাংলাদেশ ও পাকিস্তান) এবং জলিস খান, সোর্সিং ম্যানেজার (বাংলাদেশ-ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা)।
সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি মিরান আলী, পরিচালক ফয়সাল সামাদ, ২০২৪-২০২৬ মেয়াদের জন্য বিজিএমইএর নব নির্বাচিত পরিচালকদ্বয় মোহাম্মদ সোহেল সাদাত এবং মেসবাহ উদ্দিন খান।
আলোচনার কেন্দ্রে ছিলো প্রাইমার্কের বাংলাদেশী সরবরাহকারীদের মধ্যে টেকসই অনুশীলনগুলো প্রচারের উপর বিশেষভাবে জোর দিয়ে, অভিন্ন সাসটেইনেবিলিটি লক্ষ্যগুলো অর্জনে বিজিএমইএ ও প্রাইমার্ক এর সহযোগিতা কিভাবে আরও বাড়ানো যেতে পারে।
বৈঠকে প্রাইমার্কের বাংলাদেশী সরবরাহকারীদের উৎপাদন প্রক্রিয়াজুড়ে টেকসই অনুশীলন, রিসাইকল্ড সামগ্রীর ব্যবহার এবং পরিবেশগত প্রভাবগুলো ন্যূনতম করার জন্য সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষই সরবরাহকারীদের পরিবেশগত, সামাজিক এবং গভর্ন্যান্স (ইএসজি) মানদন্ড পূরণে সক্ষমতা বাড়াতে সহযোগিতার উপর জোর দিয়েছেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান পরিবেশগত সাসটেইনেবিলিটি এবং পণ্য বৈচিত্র্যকরণ, বিশেষ করে নন-কটন উচ্চমূল্যের পোশাকের ওপর বাংলাদেশের সাম্প্রতিক সময়ে জোরালোভাবে গুরুত্ব প্রদান সম্পর্কে প্রাইমার্ক প্রতিনিধি দলকে অবহিত করেন।
তিনি বাংলাদেশের ক্রমবর্ধমান অবকাঠামো, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি উন্নত লজিস্টিকসও তুলে ধরেন যা পণ্য জাহাজীকরণের জন্য লীডটাইম কমাতে ভূমিকা রেখেছে।
তিনি প্রাইমার্ককে বাংলাদেশ থেকে বিশেষ করে হাই-এন্ড পোশাকের সোর্সিং বাড়ানোর জন্য অনুরোধ জানান।
ফারুক হাসান সম্প্রতি ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নে প্রাইমার্ক তাদের বাংলাদেশী সরবরাহকারীদেরকে অর্ডারে মূল্য সমন্বয় করে সহায়তা করার জন্য প্রাইমার্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিজিএমইএ-এর সকল সদস্য ২০২৩ সালের ডিসেম্বর থেকে শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করেছেন।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//