নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে আগামী ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার (১৩ মার্চ) ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার শাহাদত আলী।
তিনি বলেন, এবার ঈদে ৮ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকালে আর পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে দুপুর থেকে।
আগামী ২৪ মার্চ দেয়া হবে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট, ২৫ মার্চ দেয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ দেয়া হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ দেয়া হবে ৭ এপ্রিলের অগ্রিম টিকিট, ২৮ মার্চ দেয়া হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ দেয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট, ৩০ মার্চ দেয়া হবে ৯ এপ্রিলের টিকিট।
রেলমন্ত্রী বলেন, এবারের ঈদে টিকিট কালোবাজারি বন্ধ এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা প্রাধান্য দেয়া হবে ।
বিনিয়োগবার্তা/এসএএম//