Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 16 Mar 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: চামড়াজাত পণ্যের রপ্তানিতে বিদ্যমান উৎসে কর এক শতাংশ থেকে কমিয়ে অর্ধেক, অর্থাৎ শূন্য দশমিক ৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ খাতের প্রতিযোগিতা-সক্ষমতা বাড়াতে এ ছাড় দেওয়া হয়েছে। ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা পাবে চামড়াজাত পণ্য।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্ত স্ট্যাচুটরি রেগুলেটরি অর্ডার (এসআরও) বা সংবিধিবদ্ধ নিয়ন্ত্রণ আদেশ জারি করে। বৃহস্পতিবার (১৪ মার্চ) এনবিআর সূত্রে এ তথ্য জানা যায়।

আদেশে বলা হয়, ‘জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সালের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে যে কোনো রপ্তানিকারক কর্তৃক কেবল চামড়া বা চামড়াজাত পণ্য রপ্তানির মাধ্যমে আনা অর্থ হতে ওই আইনের ধারা ১২৩ এর অধীন প্রদেয় উৎসে কর কাটার হার কমিয়ে মোট রপ্তানি আয়ের শূন্য দশমিক ৫ শতাংশ ধার্য করা হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।’

বাংলাদেশে বর্তমানে চামড়াসহ সব রপ্তানি পণ্যের ওপর এক শতাংশ উৎসে কর রয়েছে। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে সরকার রপ্তানি পণ্যের নগদ প্রণোদনা কমিয়ে দেয়। এর মধ্যে চামড়া খাতের প্রণোদনা পুরোপুরি বাতিল করা হয়েছে। এ খাতের উদ্যোক্তাদের কিছুটা স্বস্তি দিতে এখন কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিনিয়োগবার্তা/এসএএম//