নিজস্ব প্রতিবেদক: শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না তানজিম হাসান সাকিবের। চ্ট্টগ্রামে রোববার অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এই পেসার। তার জায়গায় খালেদ আহমেদকে শেষ ওয়ানডের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
খালেদের ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে খেলায় ব্যস্ত ছিলেন খালেদ। কিন্তু তানজিমের চোটে প্রিমিয়ার লিগ চলাকালীনই চট্টগ্রামের বিমান ধরতে হচ্ছে খালেদকে। এখন পর্যন্ত মাত্র ২টি ওয়ানডে খেলেছেন ডানহাতি এই পেসার।
শ্রীলঙ্কা সিরিজে বেশ ভালো ছন্দে ছিলেন তানজিম হাসান। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট পেয়েছেন তানজিম। যার প্রথম ৩টি তিনি নিয়েছিলেন প্রথম ম্যাচেই। বাংলাদেশকে ম্যাচে ফেরানোয় বড় অবদান ছিল এই পেসারের।
বিনিয়োগবার্তা/এসএএম//