ডেস্ক রিপোর্ট: সিঙ্গাপুরের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি সোসাইটি। তামান জুরং এলাকার আশিয়াকিরিন মসজিদে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি কর্তৃক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে সিঙ্গাপুরে বসবাসরত প্রায় ১৬০০ প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির প্রেসিডেন্ট জিল্লুর রহমান সিদ্দিকী এবং জেনারেল সেক্রেটারি সুব্রত সাহা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোঃ তৌহিদুল ইসলাম।
বিনিয়োগবার্তা/এসএএম//