ডেস্ক রিপোর্ট : দেশের অর্থনীতিতে অবদান রাখতে বৈধ পথে রেমিটেন্স পাঠানোয় উৎসাহিত করার লক্ষ্যে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে।
রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখায় একজন নারীসহ পাঁচ জন প্রবাসী বাংলাদেশিকে ‘রেমিট্যান্স পুরস্কার’ দেওয়া হয়।
মঙ্গলবার (০২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
জানা যায়, ইতালি থেকে বাংলাদেশে জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ সময়ের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাদের এই পুরস্কার দেওয়া হয়।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম এই পুরস্কার বিতরণ করেন।
রোমস্থ দূতাবাসের আয়োজিত অনুষ্ঠানে ছিল বাংলাদেশ সরকারের প্রবাসীদের জন্য গৃহীত বিভিন্ন সেবা এবং কার্যক্রম বিষয়ক আলোচনা।
সর্বজনীন পেনশন স্কিমের সুবিধা এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজিকরণ, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সরকারের উদ্যোগগুলো নিয়ে আলোচনা ও রেমিট্যান্স পুরস্কার প্রদান।
অনুষ্ঠানে রেমিট্যান্স পুরস্কার অর্জনকারী ব্যক্তিরাও বক্তব্য দেন এবং এই স্বীকৃতি প্রদানের জন্য দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান।।
বিনিয়োগবার্তা/এসএএম//