Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 09 Apr 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।

সোমবার (৮ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সেমিনারে জি-২০ এর বর্তমান সভাপতি হিসেবে ব্রাজিলের অগ্রাধিকার ক্ষেত্র নিয়ে আলোচনার বিষয় চিহ্নিত করা হয়।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রাজিলের সভাপতিত্বের অগ্রাধিকারের ইস্যুগুলোতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে একটি বৈশ্বিক জোট গঠনও দেশটির কূটনীতির প্রধান উদ্দেশ্য। বাংলাদেশও এ তিন চ্যালেঞ্জ মোকাবিলায় ভালো করছে।

তিনি বলেন, শান্তি ও সহযোগিতা ব্যতীত, আমরা যে অস্তিত্বের হুমকির সম্মুখীন, বিশেষ করে দারিদ্র্য, অসমতা এবং পরিবেশ সুরক্ষার বিরুদ্ধে লড়াইয়ের মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় সংস্থানগুলোর প্রতিশ্রুত বৃহৎ আকারে সংহতি অর্জন করা অত্যন্ত কঠিন হবে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তার স্বাগত বক্তব্যে বলেন, তিনি তার কর্মজীবনে একজন খুবই চৌকস কূটনীতিক ছিলেন। তাকে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে তার দেশের প্রতিনিধিত্ব করতে দেখেছি।

জি-২০ মঞ্চ বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে বলেও জানান তিনি।

বিনিয়োগবার্তা/ডিএফই//