Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 16 Apr 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঈদে দ্রব্যমূল্য নিয়ে স্বস্তিতে থাকলেও সম্প্রতি ইরান-ইসরায়েল হামলার ঘটনায় অস্বস্তিতে আছি। আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের প্রভাব বাজারে পড়বে। এসব চ্যালেঞ্জ যাতে বাজারে না আসে, তা মোকাবেলায় নজর রাখতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। 

সোমবার সচিব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে দাবি করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তার মতে, এ নিয়ে সমালোচনা ‘রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে’। তিনি বলেন,  ‘এ ঈদে আমি পাঁচদিনের জন্য গ্রামের বাড়িতে ছিলাম। মাঠে-ঘাটে ঘুরেছি, মানুষের সঙ্গে মিশেছি। সেখানে সবার মধ্যে একটা স্বস্তি আমি দেখতে পেয়েছি। সবাই উৎসাহ-উদ্দীপনা নিয়ে ঢাকাসহ সারা দেশে বৈশাখী মেলায় অংশ নিয়েছে। মেলা থেকে তারা বিভিন্ন সামগ্রী কিনেছে। সেখানে উৎসাহ-উদ্দীপনা দেখেছি। রাজনৈতিক কারণে কেউ দ্রব্যমূল্য নিয়ে অসন্তুষ্টি দেখালে সেটা নিয়ে আমি কিছু বলব না। জনগণই বুঝবে যে তারা ভালো আছে কিনা।’

রোজার মাসটা আমরা ভালোভাবে পার করতে পেরেছি দাবি করে টিটু বলেন, ‘‌কেবল রোজার মাস নয়, সারা বছর নিরবচ্ছিন্নভাবে নিত্যপণ্য সরবরাহের জন্য কাজ করে যাব। আমদানি-রফতানি বাণিজ্য ও স্থানীয় সরবরাহ ব্যবস্থা আরো শক্তিশালী করব। চালের খুচরা মূল্যের বিষয়ে খাদ্য মন্ত্রণালয় কাজ করবে এবং শাকসবজির দাম নিয়ে কৃষি মন্ত্রণালয় কাজ করবে। আমাদের কাজ হলো বাজারে পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, বাজার ব্যবস্থাপনা কার্যকর রাখা। এ কাজ আমরা করব।’

মন্ত্রিসভায় দুটি গুরুত্বপূর্ণ নীতি পাস হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের অনেক চাওয়া এ নীতিমালায় স্থান পেয়েছে। আমদানি রফতানি নীতিমালা, জাতীয় লজিস্টিকস নীতিমালা পাস হয়েছে মন্ত্রিসভায়। আমি এ নীতিমালা নিয়ে ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী।’

বিনিয়োগবার্তা/এসএএম//