Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 21 Apr 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশটাকে আমরা আরও উপরে নিয়ে যেতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশটাকে সোনার বাংলা করার। তার সুযোগ্য কন্যার অক্লান্ত পরিশ্রমে দেশ আজ আন্তর্জাতিকভাবে উন্নয়নের রোল মডেলের স্বীকৃতি পেয়েছে। 

শনিবার দুপুরে দোহারের জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত বার্ষিক প্রাণিসপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

সালমান এফ রহমান বলেন, আমরা নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ উৎপাদন বাড়িয়েছি। আমরা প্রাণিসম্পদ দপ্তরকে স্মার্ট বানাতে চাই। সেজন্য যা যা করার দরকার করবো। এমপি বলেন, দোহার-নবাবগঞ্জকে কীভাবে মডেল উপজেলা বানাতে হবে সেসব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার জন্য আমি প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। ইশাআল্লাহ খুব শিগগিরই দুটি উপজেলা মডেল হিসেবে রূপ নিবে। 

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনার কলি পুতুল, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন খান, দোহার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শামীম হোসেন, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান রাসেদ চোকদার, মাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী।

অনুষ্ঠান শেষে  বিভিন্ন ক্যাটাগরিতে খামারিদের পুরস্কার প্রদান করা হয়।

এদিকে একইদিন সকালে নবাবগঞ্জের দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সালমান এফ রহমান।  সেখানেও নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা এমপি আনার কলি পুতুল, ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার। এ ছাড়া  উপস্থিত ছিলেন দোহার সার্কেলের সিনিয়র এএসপি মো. আশরাফুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফারহানা জাহান, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহজালালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

বিনিয়োগবার্তা/ডিএফই//