ডেস্ক রিপোর্ট: বিভিন্ন দেশের ২৭ জন প্রতিযোগীর মধ্যে চার জনকে হারানোর পর সেরার লড়াইয়ে বাজিমাত করেছেন জিনাত ফেরদৌস। ফাইনালে ইথিওপিয়ান বক্সারকে হারিয়ে এলিট ৪৮ থেকে ৫০ কেজি লাইট ফ্লাইওয়েট ক্যাটাগরিতে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই বক্সার।
দক্ষিণ আফ্রিকায় ম্যান্ডেলা আফ্রিকান বক্সিং কাপের ফাইনালে গাইজা বেথেলহেম গেজাহেনকে হারান জিনাত। ফাইনালে জিনাত পাঁচ বিচারকের মধ্যে চার জনের থেকে ১০-এর মধ্যে ১০ পয়েন্ট পান, অন্যজনের কাছ থেকে পান ৯ পয়েন্ট।
আগামী মাসে থাইল্যান্ডে হতে যাওয়া প্যারিস অলিম্পিকসের বাছাইয়ে অংশ নেবেন জিনাত। বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন জানালেন, জিনাতকে নিয়ে থাইল্যান্ডের বাছাইয়ে ভালো কিছুর আশাই করছেন তারা।
“আগামী মাসের ২১ তারিখে জিনাত থাইল্যান্ডে যাবে, সেখানে ২৫ তারিখ থেকে অলিম্পিকে কোয়ালিফাইয়ের টুর্নামেন্ট হবে। এখানে সেরা চারের মধ্যে থাকতে পারলে সুযোগ থাকবে খেলার। এছাড়া সেলিম হোসেনও যদি ওয়াইল্ড কার্ড পেয়ে যায় তাহলে তো ভালো।”
জিনাতের বাবা-মায়ের বাড়ি ঢাকার শ্যামলী। বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে হলেও পিতৃভূমির প্রতি আলাদা টান এই বক্সারের মধ্যে দেখতে পান মাজহারুল।
“ও দেশের প্রতি যথেষ্ট আন্তরিক। আমি অনেক প্রবাসী খেলোয়াড় দেখেছি, কিন্তু ওর মধ্যে দেশের প্রতি ভালোবাসা অন্যরকম। খুব কম খেলোয়াড়ের মধ্যে এটা দেখেছি আমি।”
গত এশিয়ান গেমসেও লাল-সবুজ পতাকা জড়িয়ে রিংয়ে উঠেছিলেন জিনাত। ‘বাই’ পেয়ে প্রথম রাউন্ড পেরুলেও দ্বিতীয় রাউন্ডে তিনি হেরে গিয়েছিলেন মঙ্গোলিয়ার প্রতিযোগীর বিপক্ষে।
বিনিয়োগবার্তা/ডিএফই//