Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 27 Apr 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: একযোগে দেশের আট বিভাগে সম্পন্ন হয়েছে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) পরীক্ষা।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয় ২০০ নম্বরের এই পরীক্ষা।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

৪৬তম বিসিএসে পরীক্ষার্থী ছিল তিন লাখ ৩৮ হাজার। এই বিসিএসে তিন হাজার ১৪০টি পদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সবচেয়ে বেশি জনবল নিয়োগ দেওয়া হবে। এছাড়া, সহকারী সার্জন এক হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। শিক্ষা ক্যাডারে ৫২০ জন, প্রশাসনে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেওয়া হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//