Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : পিরিয়ডের সময়ে নারীদের ১ দিনের ছুটি দেওয়ার রীতি চালু হয়ে গেল ভারতে । পিরিয়ডের প্রথম দিনে নারী কর্মীদের স্বস্তি দিতে ভারতের মুম্বাইয়ের কালচার মেশিন নামের একটি প্রতিষ্ঠান স্ববেতনে এ ছুটি দিচ্ছে। এর মাধ্যমে দেশটিতে নারী জাগরনের ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।

গবেষনায় জানা যায়, মাসিকের ঠিক আগের সময়টায় মেজাজ খিটখিটে, মন খারাপ ভাব, বিরক্তি, হঠাৎ খিদে পাওয়া, ক্লান্তি, মাথাব্যথা, পেটে অস্বস্তি, ডায়ারিয়া বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। আবার প্রথম দিনটিতে ব্যথা, মন-মেজাজের ওঠা-নামা, ক্লান্তি-দুর্বলতার মতো কতগুলো পরিস্থিতি পার করতে হয় নারীদের।

ভারতের কালচার মেশিন, মুম্বাই ভিত্তিক একটি ডিজিটাল মিডিয়া কোম্পানি। প্রতিষ্ঠানের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সবাই।

প্রতিষ্ঠানের মানবসম্পদ প্রেসিডেন্ট দেবলীনা বলেন, ‘বেশির ভাগ নারীর জন্য প্রথম দিনটা অস্বস্তির। সত্যটার মুখোমুখি হওয়ার সময় এসেছে। এটা বিব্রত হওয়ার কোনো বিষয় না। এটা জীবনের অংশ।’

কালচার মেশিনের সহ-প্রতিষ্ঠাতা ভেঙ্কট প্রসাদ এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘আমরা চাই, আমাদের নারী সহকর্মীরা স্বস্তিবোধ করুক। ভারতের মতো দেশে আমরা কথা বলতে চাই নারীর এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেখানে নারীর ক্ষমতায়ন এখনো অধরা ।

 

(এম আর / ১২ জুলাই, ২০১৭)