বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : গত ১৩ জুন কাতারের পাওয়ার ইন্টারন্যাশনাল হোল্ডিংয়ের চেয়ারম্যান মৌতাজ আল খায়াত নামের এক ব্যবসায়ী ঘোষণা দিয়েছিলেন যে, দেশের দুধের চাহিদা মেটাতে দুগ্ধ খামার তৈরিতে তিনি ৪০০০ গরু আকাশ পথে উড়িয়ে কাতারে আনবেন।
এই ঘোষণার প্রেক্ষিতে জার্মানি থেকে এক চালানে ১৬৫টি গরু আমদানি করেছেন তিনি।মঙ্গলবার কাতায় এয়ার ওয়েজের একটি ফ্লাইটে হাঙ্গেরি হয়ে হোলস্টেইন জাতের এই গরুগুলো কাতারে পৌঁছায়।
এর আগে তিনি জানিয়েছিলেন, হোলস্টেইন জাতের ৪০০০ হাজার দুধেল গরু আনার কথা ভাবছেন। এই গরু দিয়ে কাতারেই একটি ডেয়রি ফার্ম খোলার পরিকল্পনা করেছেন তিনি।তিনি আরও বলেছিলেন, তার এই উদ্যোগ প্রায় ২৭ লাখ নাগরিকের দেশ কাতারের মাত্র ৩০ শতাংশ চাহিদা মেটাতে পারবে।
মৌতাজ আল খায়াত বিবিসিকে জানান, এই দুগ্ধ প্রকল্পটি নতুন নামেই পরিচিত হবে।তিনি জানান, গরুগুলো আগেই কেনা হয়েছিল। তা সমুদ্র জাহাজে করে আনার কথা ছিল। দোহায় একটি গরুর খামারের জন্য তা কেনা হয়েছিল। কিন্ত জরুরি প্রয়োজনে এখন বিমানে করে আনা হবে গরু।
জানা যায়, কাতার এয়ারওয়েজের মোট ৬০টি ফ্লাইটে ৪০০০ গরু কাতার আনা হবে।কাতারের মানুষের জন্য দুধ ও দুগ্ধজাত খাবার আসত সৌদি আরব থেকে। সৌদি সম্পর্ক ছিন্ন করায় গত এক মাসের বেশি সময় ধরে দুধ আমদানিও বন্ধ।
(এম আর / ১২ জুলাই, ২০১৭)