Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 12 May 2024 16:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

খেলাধুলা ডেস্ক: ২ গোলে পিছিয়ে পড়েছিরো ইন্টার মিয়ামি। সিএফ মন্ট্রিলের মাঠে গিয়ে পরাজয়ের শঙ্কাতেই পড়েছিলো যেন লিওনেল মেসির ক্লাব। কিন্তু ফুটবলে অনেক কিছুই হতে পারে। খেলার তখনো লম্বা একটা সময় বাকি ছিল। প্রথমার্ধেই সেই ২ গোল পরিশোধ করলো মিয়ামি। এরপর দ্বিতীয়ার্ধে গিয়ে জয় নিশ্চিত করলো লিওনেল মেসি অ্যান্ড কোং।

এমএলএস লিগে ইন্টার মিয়ামির পয়েন্ট, ৮-২-৩, ২৭। সিএফ মন্ট্রিলের মাঠে ম্যাচের প্রথম আধাঘণ্টায় ১০ মিনিটের ব্যবধানে ২ গোল হজম করে বসে তারা। ২২তম মিনিটে মন্ট্রিলের হয়ে মিয়ামির গোলরক্ষককে ড্রেক ক্যালেন্ডারকে বোকা বানিয়ে গোল করেন ব্রাইস ডিউক।

৩২তম মিনিটে আবারও গোল। এবার মন্ট্রিলের হয়ে গোল করেন হুলেস অ্যান্থোনি ভিলসায়েন্ট। ২-০ গোলে পিছিয়ে পড়েও কিন্তু খুব একটা ভেঙে পড়েনি মিয়ামি।

ম্যাচের ৪৪তম মিনিটে বাঁ-পায়ের দুর্দান্ত এক ফ্রি-কিকে ম্যাতিয়াস রোজাস একটি গোল পরিশোধ করেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+৩) দ্বিতীয় গোল করেন লুইস সুয়ারেজ। কর্নার কিক থেকে ভেসে আসা বলে মাথা ছুঁইয়ে মন্ট্রিলের জালে জড়িয়ে দেন সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ইন্টার মিয়ামি খেলা পুরো নিজেদের নিয়ন্ত্রণে রাখে। যার ফলশ্রুতিতে ৫৯তম মিনিটে বেঞ্জামিন ক্রেমাসচি গোল করেন। কাউন্টার অ্যাটাকে ম্যাতিয়াস রোজাস আলতো করে মন্ট্রিলের ব্যাকলাইনে বল ফেললে সেখান থেকে হালকা টাচে জালে বল জড়িয়ে দেন ক্রেমাসচি।

বিনিয়োগবার্তা/ডিএফই//