Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 14 May 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে ক্লিয়ারিং সেটেলমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ব্যবস্থার জন্য চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এবং চেল্লা সফটওয়্যার প্রাইভেট লিমিটেড-ইন্ডিয়া (চেল্লা সফট)-এর মধ্যে একটি সফটওয়্যার লাইসেন্সিং চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সোমবার ঢাকাস্থ রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সম্পন্ন হয়।

এ চুক্তির আওতায় চেল্লা সফট চিটাগং স্টক এক্সচেঞ্জকে কমোডিটি ডেরিভেটিভস, ইকুইটি ডেরিভেটিভস কন্ট্রাক্টসহ রিয়েল টাইমে সেটেলমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং কোলেটারাল ম্যানেজমেন্টের স্বয়ংক্রিয় সিস্টেম প্রদান করবে।

এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক, সিএসই এবং সুনিল মাংলো, প্রেসিডেন্ট, চেল্লা সফট‌ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় সিএসইর বোর্ড সদস্যগণ এবং চেল্লা সফট ও সিএসইর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএএম//