Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 16 May 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হবে আগামী ২৯ মে ২০২৪ (বুধবার)।

সোমবার (১৩ মে ২০২৪) পূর্ব লন্ডনের মেনর পার্কের মেনর কিচেন রেস্টুরেন্টে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সভাপতি আবু নোমানের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান টিপু। সভায় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ,স্থায়ী কমিটির সদস্যবৃন্দ,উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ২৯ মে (বুধবার) আনুষ্ঠানিকভাবে সুলতান ইন রেস্ট্ররেন্ট, ৮০১ রমফোর্ড রোড. মেনর পার্ক, লন্ডন, ই ১২ ৫ এএন ঠিকানায় অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও উপদেষ্টা পরিষদের নিকট কার্যকরী পরিষদের ক্ষমতা হস্তান্তর করা হবে। ঐ দিন সংগঠনের সবাই স্বপরিবারে উপস্থিত থাকবেন। একইদিনে পারিবারিক মিলন মেলা এবং প্রতি পরিবার একটি করে ভিন্ন ভিন্ন ধরনের খাবার নিয়ে আসবেন।

বিনিয়োগবার্তা/এসএএম//