Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: শুধুমাত্র পুঁজিবাজারের মাধ্যমেই শিল্পের বিপ্লব সম্ভব। একইসঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকিত বাংলাদেশ বিনির্মাণে প্রধান হাতিয়ার হতে পারে পুঁজিবাজার।

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এসআর ক্যাপিটাল কর্তৃক আয়োজিত সচেতনতামূল অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক আজহারুল ইসলাম।

ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের স্কুল অব বিজনেস বিভাগের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের হেড অব ট্রেনিং ডেভোলপমেন্ট আরিফ আহমদ, সিলেট অফিস ইনচার্জ নাজিম বিন নজরুল ও সহকারী ব্যবস্থাপক বিনয়ন দে।

এসআর ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান বলেন, পুঁজিবাজারকে ব্যবহার করে খুব অল্প সময়ে দেশের শিল্পায়নে বিপ্লব করা সম্ভব। দেশে শিল্পায়ন হলে হাজার হাজার বেকার ছেলে-মেয়ের চাকরির সুযোগ হবে।

তিনি বলেন, পুঁজিবাজারের মাধ্যমে বেকারত্ব দূর হলে সামাজিক মানের উন্নয়ন ঘটবে। এতে দেশ থেকে সন্ত্রাস দূর হবে। পুঁজিবাজার দিয়ে শিল্পের বিপ্লবের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আলোকিত বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।

অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বলেন, যে কোনো দেশের শিল্পায়নের জন্য পুঁজিবাজার একটি স্বীকৃত মাধ্যম। বিশ্বের প্রত্যেকটি দেশের শিল্পায়নের পেছনে পুঁজিবাজারের ভূমিকা অনেক বেশি।

তিনি বলেন, ব্যাংক থেকে ঋণ গ্রহন করে শিল্প প্রতিষ্ঠা করলে ব্যাংকের সুদ পরিশোধ করে শিল্প প্রতিষ্ঠান দাঁড় করানো অনেক ঝুঁকিপূর্ণ। কিন্তু পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করে শিল্প স্থাপন করলে ঝুঁকি অনেক কম। কারণ পুঁজিবাজার থেকে টাকা উত্তোলন করে কোম্পানির মালিক-বিনিয়োগকারীরা। কোম্পানি ভালো করলে তারা লভ্যাংশ পাবে। নতুবা ব্যাংকের সুদের মত অতিরিক্ত আর কোনো দায় নেই।

প্রসঙ্গত, এসআর ক্যাপিটাল আয়োজিত এই অনুষ্ঠানে ব্যাংকার, চিকিৎসক, শিক্ষকসহ প্রায় ২০০ বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শুরু করেছেন। গত ৮ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

(এসএএম/ ১৩ জুলাই ২০১৭)