Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 May 2024 12:34
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: প্রথম দুই টি-টোয়েন্টিতে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ হেরেছে। যাতে সিরিজও হয়ে যায় হাতছাড়া।

হিউস্টনে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য মান বাঁচানোর এবং হোয়াইটওয়াশ লজ্জা এড়ানোর।

এমন অবস্থায় বাংলাদেশ চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। তারপরও আস্থা ও বিশ্বাস নিয়ে শেষ ম্যাচে এসে রেকর্ডগড়া জয় তুলে নিলো বাংলাদেশ।

যুক্তরাষ্ট্রের বেধে দেওয়া ১০৫ রানের লক্ষ্যমাত্রা বাংলাদেশ পেরিয়ে গেলো ৫০ বল আর ১০ উইকেট হাতে রেখেই।

তবে কর্তৃত্ব দেখিয়ে জিতলেও ২-১ ব্যবধানে সিরিজ হারের অস্বস্তি থেকে যাবে ঠিকই। তবে ধবলধোলাই থেকে বেঁচে কিছুটা মান রাখল নাজমুল হোসেন শান্তর দল।

জাকের আলী অনিকের পরিবর্তে লিটন দাস ফিরলেও তাকে ওপেনিংয়ে পাঠায়নি ম্যানেজমেন্ট। তানজীদ হাসান তামিমের সঙ্গী হন সৌম্য সরকার। দুজনে শুরু থেকে খেলতে থাকেন আক্রমণাত্মক। পাওয়ার প্লে’তে আসে ৪৮ রান। যা চলমান সিরিজে সর্বোচ্চ।

নিজের দ্বিতীয় সিরিজে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়ে ৫৮ রানে অপরাজিত থাকেন তানজীদ। ৩৯ বলে দেখা পান ফিফটির। তার ৪২ বলের ইনিংসটি সাজানো ছিল ৫টি চার ও ৩টি ছয়ে।

অন্য প্রান্তে ঝড়ো ব্যাটিং করে গেছেন সৌম্য। তিনি ২৮ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ৩টি চার ও ২টি ছয়ের মার ছিল। দুজনের জুটিতে টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে চতুর্থবারের মতো শতরান করে বাংলাদেশ।

উইকেট বিবেচনায় টি-টোয়েন্টিতে এর আগে সবচেয়ে বড় জয় এসেছে ৯ উইকেটে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ১২ ও ১৫.৫ ওভারে ৯ উইকেটে জয়ের কীর্তি গড়ে।

এবার যুক্তরাষ্ট্রের হিউস্টনে সেটিকে টপকে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

বিনিয়োগবার্তা/ডিএফই//