Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 27 May 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন ২৭টি মানি ট্রান্সমিটারস ও এজেন্ট হাউজগুলো নতুন করে একটি সংগঠন আত্নপ্রকাশ করেছে।

সংগঠনটির নাম দিয়েছে ‘অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি আমেরিকান মানি ট্রান্সমিটারস অ্যান্ড এজেন্টস।’ আগামী ৩ বছরের জন্য সংগঠনটির ১১ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের আত্মপ্রকাশের পরই নতুন কমিটি গঠন করেন ওই ২৭টি মানি ট্রান্সমিটারস ও এজেন্ট হাউজগুলো।

সংগঠনটির সভাপতি পদে ‘সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের’ সভাপতি ও কার্যনির্বাহী মাসুদ রানা তপন এবং সাধারণ সম্পাদক পদে ‘অ্যাংকর ট্রাভেলস অ্যান্ড মানি ট্রান্সফারের’ কার্যনির্বাহী মাঈন উদ্দিন পিন্টুর নাম ঘোষণা করা হয়।

সংগঠনের অপর সদস্য-কর্মকর্তারা হলেন- সহ সভাপতি এনামুল কবির, পরিচালক (ট্রেজারার) মোহাম্মদ চিশতী, পরিচালক এ এস এম মাঈন উদ্দিন বাবলু, জয়নাল আবেদিন, জাকির কামাল, মোহাম্মদ এম খান আপেল, ফারহান চৌধুরী, মো. আমিনুল ইসলাম ও কবির আহমেদ।

কমিটির কর্মকর্তাদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ‘বি এ এক্সপ্রেসের’ সভাপতি ও কার্যনির্বাহী মো. আতাউর রহমান।

এর প্রধান উপদেষ্টা হয়েছেন ‘স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের’ সভাপতি ও কার্যনির্বাহী মোহাম্মদ মালেক।

সংগঠনের উপদেষ্টারা হলেন ‘বিএ এক্সপ্রেসের’ সভাপতি ও কার্যনির্বাহী মো. আতাউর রহমান, ‘সোনালী এক্সচেঞ্জের’ সভাপতি ও কার্যনির্বাহী দেবশ্রী মিত্র, ‘প্লাসিড এক্সপ্রেসের’ চিফ কমপ্লায়েন্স অফিসার এস এম রাকিবুজ্জামান হিমেল এবং ‘শাকা এক্সপ্রেসের’ সভাপতি ও কার্যনির্বাহী এ এইচ এম কাদের।

বিনিয়োগবার্তা/এসএএম//