Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 30 May 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত চতুর্থ কনস্যুলার সংলাপে ভারত ভ্রমণে ভিসা জটিলতার কথা তুলে ধরেছে বাংলাদেশ। নাগরিকদের চলাচলের সুবিধার্থে দ্বিপক্ষীয় সংশোধিত ভ্রমণ ব্যবস্থা (আরটিএ) আরও উন্নত করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত।

বুধবার (২৯ মে) দিল্লিতে বাংলাদেশ-ভারত চতুর্থ কনস্যুলার সংলাপে এসব আলোচনা হয়েছে।

জানা যায়, সংলাপে কনস্যুলার ইস্যু, ভিসা সংক্রান্ত বিষয়, পারস্পরিক আইনি সহায়তা চুক্তি এবং প্রত্যাবাসনের ক্ষেত্রে সমন্বয় ও সহযোগিতা জোরদার করা নিয়ে উভয়পক্ষ বিস্তারিত আলোচনা করেছে।

কনস্যুলার সংলাপে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ. টি. এম. রকিবুল হক। অন্যদিকে দিল্লির পক্ষে যুগ্মসচিব (সিপিভি) ড. আমান পুরী।

এতে বাংলাদেশ ভারত সফরসহ কিছু বাংলাদেশির ভিসা সংক্রান্ত বিভিন্ন অসুবিধার কথা গুরত্বসহকারে তুলে ধরেন। উভয়পক্ষ দুই দেশের জনগণের মধ্যে আদান-প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত  করেছে এবং ঢাকায় সুবিধাজনক সময়ে পরবর্তী সংলাপে বসার বিষয়ে সম্মত হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারতের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ২০১৭ সালে কনস্যুলার, ভিসা, পারস্পরিক আইনি সহযোগিতা সংক্রান্ত বিষয়ে যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রথম কনস্যুলার সংলাপ চালু হয়।

বিনিয়োগবার্তা/এসএএম//