Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা:  এক বিলিয়ন ইউএস ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে বেসরকারি মোবাইল ফোন সংস্থা বাংলালিংক। আগামী তিন বছরে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সহায়ক নীতিমালার আওতায় বাংলালিংক এই বিনিয়োগ করবে।

আজ সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিনিয়োগের  ঘোষণা দেন বাংলালিংক এর মূল প্রতিষ্ঠান ‘ভিওন’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন ইভস সার্লিয়ান। বাংলালিংকের সিইও এরিক অস ও এ সময় উপস্থিত ছিলেন।

ইভস সার্লিয়ান বলেন, বাংলাদেশে যাত্রা শুরুর পর থেকে বাংলালিংক এখন পর্যন্ত ২.৫ বিলিয়ন ইউএস ডলারেরও বেশি বিনিয়োগ করেছে। জাতীয় তহবিলে বাংলালিংকের অবদান ২.৪ বিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশে বিগত ১২ বছর ধরে বাংলালিংক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ সরকারের ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখছে।

তিনি আরও জানান, খসড়া ফোরজি ও স্পেকট্রাম বা ফ্রিকোয়েন্সি সংক্রান্ত বিনিয়োগবান্ধব নীতিমালা তৈরি হয়েছে বলে আমরা বিশ্বাস করি, যা উন্নত গ্রাহক সেবা প্রদানে সহায়ক হবে।

সিইও এরিক অস বলেন, ২০১৬ সালে আমরা প্রথমবারের মতো সামান্য কিছু মুনাফা করেছি। গ্রাহকদের উন্নত সেবা দেয়ার উদ্দেশ্যে কাজ করছি। ভিওন নতুন করে বাংলাদেশে যে এক বিলিয়ন ডলার বিনিয়োগের কথা জানিয়েছে তা বাংলালিংক গ্রাহকদের উন্নত সেবার ক্ষেত্রে ব্যয় করা হবে।

 

(এম আর/এসএএম/ ১৩ জুলাই, ২০১৭)