নিজস্ব প্রতিবেদক : ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারে বিনিয়োগের ক্যাপিটাল গেইনের (মূলধনি মুনাফা) ওপর ট্যাক্স আরোপের প্রস্তাব করা হয়েছে।
তবে অর্থবিলে ৫০ লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গেইনে কর আরোপ না করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ ৫০ লাখ টাকার উপরে ক্যাপিটাল গেইনে ট্যাক্স দিতে হবে।
গত এক মাসের বেশি সময় ধরে শেয়ারবাজারে এই ক্যাপিটাল গেইনে (মূলধনি মুনাফা) ট্যাক্স আরোপের সিদ্ধান্ত নিয়ে চরম অস্থিরতা বিরাজ করছে।
বিনিয়োগবার্তা/এসএএম//