ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুনাযীরে আযম, বাহরুল উলূম, উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসন, শায়খুল হাদীস, মুফতীয়ে আযম, পীরে কামিল হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহ.)-এর ৪র্থ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল আগামী ১০ জুলাই ২০২৪, বুধবার অনুষ্ঠিত হবে।
আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সাওয়াব মাহফিল কমিটির আয়োজনে ওইদিন বিকাল ৪.৩০ ঘটিকা থেকে রাত ৯.২০ পর্যন্ত পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে এ মাহফিলটি অনুষ্ঠিত হবে।
মাফিলে সভাপতিত্ব করবেন আল্লামা জিল্লুর রহমান চৌধুরী ছাহেব জাদায়ে দুবাগী।
উক্ত মাহফিলে বয়ান রাখবেন দেশ- বিদেশের প্রখ্যাত পীর- মশায়েখ, আলেম- ওলামা, শিক্ষাবিদ ও কমিউনিটি ব্যক্তিত্বরা।
এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন আয়োজকরা।
বিনিয়োগবার্তা/দুধরচকী/শামীম//