Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 08 Jul 2024 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতে আজমান প্রদেশে গাড়ি বিস্ফোরণে পাঁচ বংলাদেশি নিহত হয়েছেন। তারা ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা।

নিহত রানার মা রৌশনারা রুসি ও নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান তরুন বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন, দুবাইতে অবস্থানরত এই এলাকার প্রবাসীরা বিষয়টি জানান।

নিহতরা হলেন- নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) ও দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। পাঁচজনই একই প্রতিষ্ঠানে কাজ করতেন। এর মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন।

জানা যায়, রবিবার দুবাই সময় সকাল সাড়ে ৭টায় তারা পাঁচজন একই গাড়িতে অফিসে যাচ্ছিলেন। এ সময় সড়কে গাড়িটি বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গ্রামের বাড়িতে নিহতের স্বজনরা ঘটনাটি জানতে পারে।

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

বিনিয়োগবার্তা/এসএএম//