নিজস্ব প্রতিবেদক: গত বছরের ৩১ অক্টোবর থেকে বাংলাদেশী নাগরিকদের ভিসা দেয়া বন্ধ ঘোষণা করে ওমান। গত ১২ জুন সে নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটির সরকার। তবে ভিসা চালু করেনি। অনেক প্রতীক্ষার পর অবশেষে শ্রমবাজার খুলতে যাচ্ছে দেশটি। আপাতত শুধু ১২ ক্যাটাগরিতে খুলল ভিসা। অদক্ষ কর্মী নেয়ার ব্যাপারে এখনো কোনো সুখবর নেই। দেশটিতে প্রায় ১০ লাখ বাংলাদেশী কর্মী কাজ করছেন। এর মধ্যে ৯৬ হাজার কর্মীই অবৈধ।
মঙ্গলবার (৯ জুলাই) বিকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি সাংবাদিকের প্রশ্নোত্তরে জানান, চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক, ফ্যামিলি ভিসা, জিসিসি দেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের জন্য ভিজিট ভিসা, হিসাবরক্ষক ভিসা, বিনিয়োগকারী ভিসা এবং সব ধরনের অফিশিয়াল ভিসাসহ ১২ ক্যাটাগরিতে ভিসা দেবে দেশটি। তিনি জানান, তারা পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য কাজ করছেন।
সম্প্রতি ওমানে ভিসা নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরও চিকিৎসক নেয়া হবে না, এমন একটি তথ্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরাও অবগত। বাংলাদেশ থেকে ওমানে চিকিৎসক না নেয়ার খবরটি ফেইক (ভুয়া)।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘দেশটিতে অবৈধ ৯৬ হাজার বাংলাদেশী অভিবাসীকে বৈধ করবে সরকার। অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়েও ভাবছে ওমান। তারা মৌখিকভাবে জরিমানা মওকুফের জন্য সম্মতি জানিয়েছেন, তবে আমরা লিখিতভাবে তাদের এ বিষয়ে চিঠি দেব। এখন দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটি প্রস্তাবনা দেবে। এ সময় দেশটিতে অবৈধ ৯৬ হাজার বাংলাদেশী অভিবাসীকেও বৈধ করবে দেশটির সরকার।’
বিনিয়োগবার্তা/ডিএফই//