Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ‘দেশের অর্থনীতিতে অবদান বাড়াতে পুঁজিবাজারকে আরও সমৃদ্ধ করতে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আর এ জন্য প্রয়োজন সমৃদ্ধ বিনিয়োগকারী। তাই সমৃদ্ধ বিনিয়োগকারী তৈরি করার জন্যই দেশব্যাপী আমরা কার্যক্রম পরিচালনা করছি। আমরা বিশ্বাস করি, পুঁজিবাজারকে কাজে লাগিয়ে জিডিপি ডাবল ডিজিটে নেওয় সম্ভব।’

শনিবার কুমিল্লায় দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম সংক্রান্ত এক সেমিনারে বিএসইসির নির্বাহী পরিচালক মো: সাইফুর রহমান এসব কথা বলেন।

কুমিল্লার শিল্পকলা একাডেমিতে এ সেমিনারের আয়োজন করে দেশের অন্যতম স্টক ব্রোকার ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান বলেন, বিনিয়োগকারীদের নিয়েই পুঁজিবাজার। বিনিয়োগকারী না থাকলে এই বাজারের কোনো মূল্য নেই। তাই বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটানোর মাধ্যমে দেশের উন্নয়নে পুঁজিবাজারের অবদান বাড়াতে চাই। এই লক্ষ্য নিয়েই গত ৮ জানুয়ারি দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাইফুর রহমান বলেন, বিনিয়োগকারীদের সচেতন করার লক্ষ্যে বিএসইসি ইন্টিমিডিয়ারি প্রতিষ্ঠানগুলোকে নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ কুমিল্লায় আজকের এই আয়োজন করেছে।

আমি মনে করি, আজকের এই অনুষ্ঠান আপনাদের বিনিয়োগে সহায়তা করবে।

তিনি আরও বলেন, সব বিনিয়োগেই ঝুঁকি আছে। মনে রাখতে হবে, যে জায়গায় মুনাফা বেশি; সেই জায়গায় ঝুঁকিও বেশি। পুঁজিবাজারও এর বাহিরে নয়। তবে জেনে-শুনে ও বুঝে বিনিয়োগ করলে এখানে ভালো মুনাফা করা সম্ভব।

অনুষ্ঠানে সাইফুর রহমান বলেন, পুঁজিবাজারকে সমৃদ্ধ ও আত্মবিশ্বাসের অর্থনৈতিক খাত হিসেবে নিতে হবে। এটাকে হতাশার খাত হিসেবে নিলে চলবে না।

পুঁজিবাজার একটা ঝুকির ব্যবসা। কাজেই এখানে ঝুঁকির কথা মাথায় থাকতে হবে। কি ধরণের রিটার্ন বিপরীতে কত ঝূঁকি নেওয়া সম্ভব তা নিয়ে সতর্ক থাকতে হবে।

এমন ভাবনা থাকা উচিত নয় যে, পুঁজিবাজার শুধু রিটার্ন দেবে। তবে সঠিক সিদ্ধান্তে নিরাপদ কোনো সিকিউরিটিজে বিনিয়োগ করলে ক্যাপিটাল ও ডিভিডেন্ড উভয় দিক দিয়ে লাভবান হবেন।

তিনি বলেন, আমরা বিনিয়োগকারীদের মুখে হাসি দেখতে চাই। কোনো হতাশা দেখতে চাই না। বিনিয়োগের সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারলে বিনিয়োগ নিরাপদ রাখা সম্ভব হবে। তাই ভবিষ্যৎ বিনিয়োগকে সুরক্ষিত রাখতে হবে বিনিয়োগ শিক্ষা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান বলেন, আজকের বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের উদ্দেশ্য হলো একটি সমৃদ্ধ ও প্রগতিশীল পুঁজিবাজার সৃষ্টি করা।

এখন বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে; সেখানে পুঁজিবাজারের একটি বিশেষ ভূমিকা রয়েছে। তাই এই বাজারে বিনিয়োগ করতে হলে একটি সচেতন ও সঠিক বিনিয়োগ দরকার হবে।

এটা এমন বিনিয়োগ নয় যে, আজ বিনিয়োগ করে কাল সেই অর্থ দশগুন হয়েছে। এখানে বিনিয়োগ অনেক ঝূঁকিপূর্ণ। আজকের এই অনুষ্ঠান ও সিকিউরিটিজ প্রতিষ্ঠানগুলো থেকে প্রশিক্ষণ গ্রহণ করে সঠিক ভাবে বিনিয়োগ করার আহ্বানও জানান তিনি।

কে এ এম মাজেদুর রহমান বলেন, স্থিতিশীল ও গতিশীল পুঁজিবাজার গড়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর এই কাজকে এগিয়ে নিতে বিনিয়োগকারীদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, নিজের বিনিয়োগ সুরক্ষা করার জন্য সচেতনতা প্রয়োজন। সচেতন হলেই সমৃদ্ধ আগামী গঠন করা সম্ভব। পুঁজিবাজারকে কাজে লাগিয়ে সমৃদ্ধ আগমী গড়তে চাই আমরা।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শরিফ এম এ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম নিয়ে মূল বক্তব্য তুলে ধরেন বিএসইসির পরিচালক রেজাউল করিম।

(এসএএম/ ১৫ জুলাই ২০১৭)